অবশেষে তুমি
রেবেকা ইসলাম ৩:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

অবশেষে তুমি হেরেই গেলে
কালজয়ী রাতের কাছে
তোমার দু’চোখে পরাজয়ের ব্যালকনি
যোগ নয়, শুধু বিয়োগান্তক দৃশ্য
ওখানে তুমি নীরব অবুঝ দর্শক
মূর্তিমান, অবাঞ্ছিত, এলোমেলো
খড়কুটো ভেসে যায় আকাশনদীতে
তোমাকে একা ফেলে নির্দ্বিধায়,
অবহেলার সোনার পালঙ্ক যেন ধুধু মাঠ
দু’মুঠো আনন্দের আসকারা পেতে
আমি আঁচল পেতে দিয়েছি
তীরহারা রূপজ্বলা জোছনায়,
আমি কান পাতি বাতাসের শঙ্খে
শনশন শব্দের উপচানো সুখে
আমি দেখি নতুন জাগ্রত দ্বীপ।