ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুষ্টি

গোলাম কিবরিয়া পিনু
🕐 ১১:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

চুলে শুধু শ্যাম্পু ঢাললেই চলবে না-
শরীরে পুষ্টিও থাকতে হয়;
গোষ্ঠীর চুল কি ভালো ছিল?
জিনের কষ্টিতে জেনে নাও!
শুধু শ্যাম্পু মাখলে বাতাসে চুল
-দুলবে না!

মূলের শক্তিতে শক্তি যদি বা না থাকে
তাহলে নড়বড়ে হয়ে পড়বে
-চুলেরও গোড়া!
তখন মনও খারাপ হবে-
মুখ হবে বেদনায় মুখপোড়া!

শ্যাম্পু মাখলেই
চুল কিছুটা ঝকমক হতে পারে,
কিন্তু পুষ্টি না থাকলে
ভেতরে ভেতরে দুর্বল ও ঘুণের সাম্রাজ্য!

চুলও মৃত্তিকা
অমøজান যদি বা না থাকে
শুধু থাকে ক্ষার!
চুলের বনও ছারখার!

লোনামাটিতে হয় যে ক্ষয় বিশুদ্ধতা,
দুর্বল ও অল্পপ্রাণ নিয়ে
তুমি শুধু সৌন্দর্য-কাতর!
পীড়ায়-পীড়িত হলে অবশেষে হবে
শ্যাওলা-পাথর!

 
Electronic Paper