ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইশারা অথবা শোক প্রস্তাব

জারিফ এ আলম
🕐 ১১:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

মুখোশের ভান ছেড়ে একাকী দিকে হেঁটে যাওয়া
সেই ভালো। মরচে পড়া স্মৃতিকে বৈধতা দিয়ে
নিজের ইতিহাস বদলে ফেলা যায় না জেনে
কাহার ইশারা পেল সীমিত জিজ্ঞাসা!

যেখানে অক্ষিকোটরে দিন-রাত কেবল
নিজস্ব কামরায় অপরিমেয় সুখের প্রলোভন।
এখন সেখানে আজকাল দেখি
পাপ-পুণ্যের বিশেষ মিতালি।

নিশাচর ভাবনার ভেতরে এখন ঘাই মারে
শোক প্রস্তাব; কেউ হয়ত তীব্র ব্যথার মতো
চিনচিন করে জানিয়ে যায় তার উপস্থিতি
নস্টালজিক করে তোলে পাপ অথবা
দুঃখের দায়ভার নিয়ে।

 
Electronic Paper