ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মুজিবীয় আঙুল

দীপংকর দীপক
🕐 ৭:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

তর্জনী মানে নির্দেশনার প্রতীক; প্রতিবাদের হুঙ্কার
শোষণের বিরুদ্ধে চিরবিদ্রোহ; মহারণ চিরন্তর
তর্জনী মানে না অনাচার; অন্যায়কে শাসায় বারংবার
কাউকে করে না পরোয়া; ভয় করে জয় পথ চলে অবিরাম
তর্জনী মানে শক্তির আধার; অদৃশ্য মহাবল

মৃত্যুকে করে অবজ্ঞা; বেদখল করে দখল
তর্জনী হেলনে বাজে অধিকারের মহারণ- অনন্তকাল
দাবানল ছড়ায় ঘরে ঘরে; রক্তদানে মাতে আমজনতা
তর্জনীর টংকারে কাঁপে- বিশ্ব থরথর
টালমাটাল কুচক্রীমহল; সিংহাসন নড়বড়
তর্জনীর কাছে মারণাস্ত্র নস্যাৎ- আর সব ষড়যন্ত্র
একটি টোকায় সব উড়ে যায় ভস্মীভূত ছাই হয়ে
তর্জনীর সব ক্যারিশমা জানত এক নিরস্ত্র নেতা
শুধু তর্জনীর ইশারায় তিনি এনে দেন- একাত্তরে স্বাধীনতা
সেই থেকে তর্জনীর নাম বদলেছে আমূল
বাঙালির কাছে এখন তা ‘মুজিবীয় আঙুল’।

 
Electronic Paper