ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যার সবকিছুই হারিয়ে যায়

ফকির ইলিয়াস
🕐 ১২:০৫ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০২০

নদীভাঙন দেখা যায়। চাঁদ ভেঙে যাওয়ার দৃশ্য
কেউ দেখে না। দেখে না সূর্য হেলে পড়েছে!
দিতে পারছে না আলো! আনন্দ রহিত আজ!
উৎসব এখন ঘরবন্দি! থেমেছে সকল কারুকাজ!

যার সবকিছুই হারিয়ে যায়, তাকে আর কেউ
ভালোবাসার গল্প শোনাতে পারে না। শোনাবার
দরকারও পড়ে না। একদিন এই বিশ্বে সবুজ
বাঁশবাগান ছিল- এমন কল্পচিত্রও মুছে যায়!

কী সামাল দেবে মানুষ! বন্যা নাকি ভাইরাস!
ভাবতে ভাবতেই ভেঙে পড়ে হাতের বৈঠা-
ভাঙে পাঁজর। ভাঙে মৃত্তিকার মমি। সমাধির শান্ত
ছায়া সরাতে সরাতে মানুষ খোঁজে প্রপিতামহের মুখ।

 
Electronic Paper