ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একটা কবিতা স্বপ্ন

শম্পা মনিমা
🕐 ১২:০২ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০২০

সব অসুখের সুস্থতা তুমি
আমাকে চরণে স্তবকে স্পর্শসুখে সুস্থ করো
সহস্র দিনরাতে বাড়িয়ে দিলে ভালোবাসার হাত
রোজ তাই স্বপ্ন দেখি
কপালজুড়ে ঘাম মুছিয়ে ডাকে- আয়, আয় না!

জোয়ারভাটায় বুকের ভেতর মোচড় ওঠলে
পরাজিত অধরে চুম্বনে ভরাও
সব লাইনে সব ধারণায় অলীক রূপে পঙ্ক্তি দাও
নিবিড় আদরে মুকুর উৎফুল্ল ভরে কাঁচা আলোয়
রোজ তাই স্বপ্ন দেখি
কপাল জুড়ে ঘাম মুছিয়ে ডাকে- আয়, আয় না!

খাতাজুড়ে আগুন ঝাঁপায়
অনন্য সজীব ছত্রে ছত্রে পরমায়ু ডাক দেয়
প্রিয় ডাকে শূন্য কাব্য জাগ্রত জীবন মরুদ্যানে
অন্ত্যমিলে তুমি আমার নতুন দিবসের নিরাময়
রোজ তাই স্বপ্ন দেখি
কপালজুড়ে ঘাম মুছে ডাকে আয়, আয় না!

 

 
Electronic Paper