ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ধূসরতা

আহমেদ তানভীর
🕐 ১২:১২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

জানালায় মাঝরাত কড়া নেড়ে গেলে
আজও ভাতপচা ঘ্রাণে বুঁদ হয়ে থাকি।
তোমাকে এক নিমিষে সুদূর অতীত করে দিই।

ফিরে ফিরে যাই কতিপয় মাতাল দুপুরে।
পৌরসভা মোড়ে বান্ধবীর বিধ্বস্ত মুখ
কাঁচাপাকা চুল, বিষণ হাসি।
ভেতরে একতারা হয়ে নিদারুণ বাজে-
কবিসঙ্গ, মুক্তমঞ্চ, আলো ছায়া, সারি সারি শাড়ি নারী।

 

 
Electronic Paper