ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নদী-বন্দনা

হাসান নাজমুল
🕐 ১২:০৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

তোমার এখানে এলেই বিদীর্ণ হয়-
শশব্যস্তের দূষিত শহর,
তোমার মায়ায় কানায় কানায় পূর্ণ হয়
আমার নদীর জমিন;

হে নদী, আমাকে আগলে রাখো
এই অনুপম বুকে;
তোমার পাশেই এক নির্দিষ্ট ভূখ- দাও,
দাও- এক নীরব কুটির
এক স্বতন্ত্র জীবন-জীবিকা;
ভোরে উঠেই তোমার স্বচ্ছ জলে-
দেখব আমার মুখ;
ভুলে যাব বিত্তের ভূমিকা
বৈভবের কঠিন সময়,
এখানে এলেই নেমে আসে নরম বিকেল।

 
Electronic Paper