ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আমরাই ভাইরাস

প্রণব মজুমদার
🕐 ১১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২০

কোথাও যাবার পথে, গাছের শাখে, অন্তরীক্ষে
শুনি পশুপাখির ডাক, শব্দের আলাদা ভাষা
তর্জমা করে ছন্দময় ডাকগুলোতে পাই তৃপ্তি
সেসব রব শুনে তা মুখস্থ করে শব্দ আওড়াই

চোখে দেখিনি কোনদিন ওদের নির্লজ্জ লোভ
ভোগের আস্ফালন, খাবারের জন্য হুড়মুড়
অথচ আমরা আজও হতে পারিনি মানবিক
লোভ, হিংসা, চাটুকারিতা, হত্যা, পাশবিকতা
সংকটেও এসব জঘন্য কাজ করি অবলীলায়
চাল তেল চুরি করি, বুভুক্ষু শিশু ও মজুরের খাদ্য
কেড়ে নিয়ে সাজাই একচ্ছত্র ভোগের সিংহাসন!
মহামারিতে আমাদের লালসার চিৎকার শুনে পৃথিবী
পশুপাখি নয়, জীবাণুর মতো আমাদের পীড়ন
বিশ^ বলছে আজ আমরা জনগণই নাকি ভাইরাস!

 
Electronic Paper