ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আশঙ্কা ও দুঃখ

নিঃশব্দ আহামদ
🕐 ৭:০৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

দীর্ঘ কর্মহীন আমাদের হাত

কবেই বিদায় হয়েছে আবাদি জমি, শস্যদানা

এসব নগণ্য উৎপাদনে ভরসা নেই আর

ক্ষুধাসব মৃত্যুর মতো চেপে বসছে উদরে আমার।

বিকল যন্ত্রাংশের মতো এসব কারখানা,

অভুক্ত কর্মীগণ রাস্তায় নেমে এল,

দুবেলা দু-মুঠোর আনন্দ সব স্বপ্ন হয়ে

বিভক্ত হয়ে যাচ্ছে বাঁচা-মরার রোজকার অধ্যয়নে।

 

শ্রমবাজারে শুকনো মুখ, মুদ্রার কচকচানি নেই

বৃদ্ধা, শিশুর ওষুধ নেই- মড়কের মতো একেকটি গ্রাম

মানুষের ভেতর জেগে ওঠছে শিকারি চোখ

হাড়, মাংস শুকিয়ে চিত্র হয়ে যাচ্ছে আবারো কোনো দুর্ভিক্ষের।

 

হায় মাবুদ- এ আমার আফসোস!

প্রেমিকা চোখের বৃষ্টিতে ভিজে যাচ্ছে আগামী দিন

মুক্তির ইশতেহারে বাতলে পথ, খুলে দাও সমৃদ্ধির দ্বার।

 

 

 
Electronic Paper