ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অশুদ্ধ জীবন

রফিকুজ্জামান রণি
🕐 ৭:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

আমাদের হাসিগুলো পুষ্টিহীন হলুদ পাতার মতো ঝরে পড়ে

কখনও মহামারি, কখনও-বা যুদ্ধ, কখনও কখনও প্রতিহিংসা

ভীষণ নিষ্পেষিত করে দেয় এখানকার জনজীবন

সময় আমাদের মুখগুলিকে লকডাউন করে দেয়

হোম কোয়ারান্টিনে পাঠিয়ে দেয় চোখ-কান এবং স্বপ্ন

অতঃপর কাফকার মানবপোকায় পরিণত হয়ে যাই আমরা

আমাদের জীবন চলে, সেখানে সংগীতময়তা নেই

আমাদের কর্ম চলে, সেখানে ছন্দময়তা নেই

আমাদের পৃথিবী চলে, সেখানে নেই মায়া-মমতার লেশ।

 

চাতক পাখির মতো আমরাও তাকিয়ে থাকি ওপরের দিকে

ফলে, একটুখানি করুণার বৃষ্টি ঝরে পড়লেই

বিশ্বজয়ের আনন্দে মেতে উঠি সবাই

অথচ আমরাও হতে পারতাম অভ্রভেদী নক্ষত্রের মতো দ্যুতিময়

আমরাও হতে পারতাম দূরবর্তী পাহাড়ের মতো বিশ^-জগতের খুঁটি

 

সম্পদের সুষম বণ্টন, সাম্যের গান কিংবা

মুক্তির আনন্দ ভোগের অধিকার যেন আমাদের নেই

হয়তো-বা আমরাই অযোগ্য, বোকা, তালকানা, রাবিশ

 

নাকি অধিকার শব্দটি সমতার অধিক ক্ষমতার পূজারী?

 

 
Electronic Paper