ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রাপ্তিতে শূন্য চিহ্ন

শাহ্ বোরহান মেহেদী
🕐 ১২:১৭ অপরাহ্ণ, মার্চ ০৬, ২০২০

জীবনটা এখন
মেহগনি ঝরাপাতায় আঁকা,
নিঃশব্দের বাদামি ছবি।

অভিশপ্ত সবুজ 

ফাঁকা অবিশ্বাসের এ পৃথিবী,
সব যেন ভেজাল কপি।

না নেই স্বজন নেই
সবখানে দম বেরোনো কু-মুখ,
নত হয়ে রই কষ্ট-দুঃখে।

বয়সের ভার আজ
বড় সঙ্গী ছাড়া এক বৈরাগী,
চতুর্দিকে নাফরমান বুঝি
বিবেকটা খাচ্ছে বিপাকে!

বাড়াতে চেয়ে প্রাণ
অনাসৃষ্টিতে কেবল রসাতল,
বিরান হয়ে যাই অনৈতিক।

তবু বাহ্বা দিয়ে যাই
লোকালয়ের ভিড়ে অদৃষ্টকে,
পবিত্র থাক, না চেয়ে ভিখ।

 
Electronic Paper