ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জোছনায় সুরের ঢেউ

অলোক আচার্য
🕐 ১০:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

বহুকাল আগে এই বাঁশিটায় সুর ছিল
ঢেউ খেলানো, বাতাসে ভেসে ভেসে
পৌঁছে যেত রাজকুমারীর কানে।
এই বাঁশিতে আজ কোনো সুর নেই
সে কথা বল আজ কে জানে?

কে বল রাখে সেই বাঁশিটার খোঁজ

পড়ে আছে ঘরের কোণে, অবহেলায়
ঢেউ নেই, সুর নেই, রাজকুমারীও নেই।
যে সুর শুনতে একদিন
রাজকুমারী এসেছিল জোছনা রাতে,
বলেছিল, এমনি সব রাতে আমায় বাঁশি শোনাতে হবে
বলেছিলাম, যদি আসতে পারো!
আসেনি সে, আমি হারিয়েছি
সেই সুর, সেই রাজকুমারী, সেই সুরের ঢেউ
এতকাল পরে তার খোঁজ রাখে কি কেউ?

 
Electronic Paper