ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অ্যালগরিদম

স্বপন নাথ
🕐 ৯:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

গঙ্গোত্রী ঝরনার ছলছল ধ্বনির কাহনে
কখনও ইন্দ্র কখনও বাকুস-এর অশ্রুজল
কাফকার পত্রপাঠে পালটে খোলস
স্বীয় রূপান্তর, চিন্তাখোলায় আরশোলা সঙ

বিলাসী বেদনার লবঙ্গ পাতার
শিরোভূষণে অস্থির পুরো হরপ্পা নগর;
সেচ আর ফসল জাগরণে গঙ্গারিদাই পাড়ে
কোথা হতে আসে প্রেম, কোথা হতে খুন
শিকারের বাহানায় অস্ত্রবিদ্যার মহরত

জাহাজ ঠেলা ঘাট থেকে বন্দরে বন্দরে
হাকম খুঁটির ধারে ঠার দেয় বৈদেহী সখা
দিতে পারি মুঠো মুঠো জহরের বাড়া

নতুন কারখানা মুখোশের বগলামি নাট্যমঞ্চে
সাকি ঢলে তারাহীন রাতে
পথটুকু খাঁজকাটা দহন কামড়ে, রক্ত জঙ্গম
নৈঃশব্দে নেহালি স্রোত আর... অনেক ভাঁড়ামি,
এবার মুখোমুখি মোকাবেলা অ্যালগরিদম।

 
Electronic Paper