ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কারখানা

সুজন হাজারী
🕐 ৫:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

বাপজান মৃত্যুর আগে পুঁতে রাখা
আনন্দের নিশানা দিতে ভুলে গেছিল
মুঠো ভরে কষ্টের শিক্ষা আজন্ম পেয়েছি।

অনুভবে কষ্ট উপভোগ করি
প্রজাপতির ডানা ছুঁয়ে চুমুর অনুভূতি মেখে
ধীরে ধীরে কষ্টের ভিতরে শ্বেতপাথর খুঁজি
স্মৃতিচোর আনন্দে কাটায় দিন রাত।

মাথা গোনার দলে ভিড়ে স্বপ্ন ঘর বানাই মনোকষ্টে বেঁচেও মরেছি
বাড়িতে বাবা নেই।

পুরনো বাড়িটা বেদখল ভাঙাচোরা
ভূমি দালালের বিশাল শিল্প কারখানা
জায়গা খুঁজে মাতৃ ভিটায় কবর খুঁড়ে
বেওয়ারিশ থেকে গেলাম।

 
Electronic Paper