ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হত্যাকাণ্ড

মজিদ মাহমুদ
🕐 ২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯

হত্যাকাণ্ড দেখলেই আমি তার প্রতিবাদে কবিতা লিখি না
জানি এই হত্যাকাণ্ডের বিনিময়ে ঘটবে আরেকটি হত্যাকাণ্ড
এমনকি বর্তমানের হত্যাকাণ্ডটিও পূর্বের হত্যাকাণ্ডের ফল
হত্যার প্রতিবাদ মানে আরেকটি হত্যাকাণ্ড প্ররোচিত করা
হত্যার প্রতিবাদ মানে তাজা শোকের উদযাপন

একটি হত্যাকাণ্ডই পারে আরেকটি হত্যাকাণ্ডের শোক ভোলাতে
কবির কাজ শুধু মানুষের নিরন্তর শোক ও বিপর্যয় তুলে ধরা
স্বপ্ন ও সম্ভাবনাকে জাগিয়ে রাখা; কবির কাব্য হলো বিধিলিপি
প্রতিটি মহাকাব্য যদিও যুদ্ধের গল্প; প্রতিটি নাটক বিয়োগান্ত
তবু তার অন্তরালে জেগে থাকে স্বজন বিয়োগের হাহাকার
মানুষ হত্যাকারীদের ভোলে না, নিহতদের ভুলে যায় দ্রুত
তাই হত্যাকারীদের পিছে নিহতদের আত্মা ঘুরে বেড়ায়
ইতিহাসের পাতা থেকে বেরিয়ে আসে, তারা মরে না
তারা হাজার বছরের হত্যাকাণ্ডের প্রতিশোধ চায়
মেলে ধরে অমীমাংসিত বিচারের অবলোপিত পাতা
এরা অদৃশ্য ভূতের মতো অন্ধকারে ওঁৎ পেতে থাকে
এদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান তাই রাজ্যের বাতুলতা
চাই আলো-জ্ঞান ও শিক্ষা, বণ্টন ও সহমর্মিতা
ন্যায় বিচারের অধিকার ও ক্ষমা
অস্ত্রের চেয়ে শিক্ষাখাতের বরাদ্দ অধিক কার্যকরি
কারণ ভূত আলোতে দূরীভূত
সকল হত্যাকারীই অদৃশ্য ভূত
মানুষ তো আর মানুষকে হত্যা করতে পারে না।

 
Electronic Paper