ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মৃত ইতিহাস

মামুন মুস্তাফা
🕐 ২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ০৪, ২০১৯

দৃশ্যের নিকটে এসে এ কেমন হৃদয়যাপন!
অর্থাৎ কেবল তুমি না জেনেই সাজাও সংসার,
একটি বিশ্বস্ত যুগের সঙ্গে মিলিয়েছি নিজেকে
বেড়ে গেছে দেনা, পড়ে আছে পথে শুধু ক্ষুণ্ন ক্রয়;

সুগম আর সুলভ- এই ভেবে থেমে গেছে সব
কার কাছে যেতে চাও? পায়ে পায়ে নেমে গেছে সন্ধ্যা,
কবরী পূর্বেই প্রস্তুত, ত্রস্ত ভেঙেছে ফুলদানি-
ভুলেও নেবে না কেউ; এ যাত্রাপথ শুধু একার!

এখন বিপন্ন এই ব্যক্তিগত অসীম আকাশ
অবাঞ্ছিত পিপাসা বাড়ায়- ধরো মৃত ইতিহাস।

 
Electronic Paper