ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফিরব না আমি আর

কাজল রশীদ শাহীন
🕐 ১১:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

আমি আর ফিরব না
কখনও কস্মিনকালেও না।
জীবনানন্দ ফিরেছেন
বাবু রবীন্দ্রনাথও সেই কবেই
এসেছেন আবার, আমিই কেবল ফিরব না
প্রিয় মেঘ তুমি ফির কতরূপে, কত বার
মাথাভাঙ্গার জল লালকি বাছুরের মতো ফিরে
প্রিয় কবুতর প্রভুর সন্ন্যাসে বাকুম ধ্বনি তোলে

অজাতশত্রু স্পার্টাকাসকে দেখি মার্কসের দাড়িভর্তি মুখে
মহাত্মাকে পাই মার্টিন লুথার জুনিয়রের বেশে
এভাবেই ফিরে ফিরে আসে প্রিয় মায়েরা কন্যার রূপে
পুত্রের অবয়বে বাবার চন্দ্রমহিমা, কালপুরুষের দ্যোতনা দেয়
ফিরে আসে রঙিন প্রজাপতি, ফিরে আসে বিরক্তির তেলাপোকা

আমিই কেবল ফিরব না আর, কখনো কোনো দিন
মনো রেখ আমিই পৃথিবীর প্রথম বিপ্লবী, যে লিখে দিল দস্তখত
ফিরব না কোনো দিন আমি আর

 
Electronic Paper