ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নতুন বই

বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা

হাসান মোরশেদ
🕐 ৩:১৫ অপরাহ্ণ, আগস্ট ০৯, ২০১৯

বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক লেখা হয়েছে। এর বেশিরভাগই তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে। কিন্তু যে ব্যক্তিক নীতি, নৈতিকতা ও আদর্শবোধ শেখ মুজিবুর রহমানকে এই অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছিল সেগুলো প্রায়শঃ অনুচ্চারিত থাকে। বাঙালি জনগোষ্ঠীর ব্যক্তি পর্যায় তো বটেই, রাষ্ট্রীয় পর্যায়েও এই নীতি নৈতিকতাকে এড়িয়ে যাওয়া হয়।

যদিও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ‘বঙ্গবন্ধুর আদর্শ’ একটি বহুল প্রচলিত শব্দ- যা মূলতঃ ব্যবহৃত হয় ক্ষমতা চর্চার বাহুল্য হিসেবে।

এই বাহুল্য এড়িয়ে শেখ মুজিবুর রহমানের ৫৫ বছরের অসামান্য জীবন থেকে তার আদর্শ, নীতি নৈতিকতার চয়ন জরুরি আত্মমর্যাদাসম্পন্ন জাতিগোষ্ঠী হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য। রাজনীতি বহির্ভূত একজন ব্যক্তি মানুষের জন্যও এই নীতিবোধের চর্চা উপযোগী।

‘বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা’ গ্রন্থটি এ উদ্দেশ্যেই রচিত।

 

 

 
Electronic Paper