ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অগ্রন্থিত কবিতা

আল মাহমুদ
🕐 ১:২৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯

কি নাম রাখবো

একটি কবিতা লিখব তোমার জন্য
শব্দের ধ্বনি ওঠে রণি রণি
আহ্বান অনন্য।

বাতাসে ছুটছে ফুলের গন্ধ

কী আনন্দ! হৃদয়ে তোলপাড়
এইতো সময় তোমাকে ছোঁবার
স্পর্শ করবার
ভালোবাসবার

আমি ভালোবাসি
নারীর শাড়ির আঁচলের হাওয়া
করুক আমাকে স্পর্শ
হৃদয়ে হর্ষ
আনন্দে তোলপাড়!

এখন সময় তোমাকে ছোঁবার
স্পর্শ করবার
ভালোবাসবার
কবিতা লেখবার

 

কবিদের মনে দোলা দিয়ে যায়

চলা অনন্ত শীত বসন্ত যায় ভেদ করি
তোমার শরীর যদি একবার স্পর্শ করি
উষ্ণ রক্ত বয় অনন্ত নারীর শরীর
কবিদের মনে দোলা দিয়ে যায়
শীত বসন্ত!

 
Electronic Paper