ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যাদুবিশ্বাস সংক্রান্ত শাস্ত্র

সুবর্ণ আদিত্য
🕐 ২:০৩ অপরাহ্ণ, জুলাই ০৫, ২০১৯

শামুকের মত হেঁটে ঠিক আমিও পেয়ে যাবো
দন্তের সাজা ঠোঁটময় ব্যারিকেড

কতিপয় নিচুরারণে কূলের কাছাকাছি মৎসকামি স্কুল,
তারকারাজিরা গীর্জার ঘণ্টা কোথা থেকে নামিয়ে আনে ত্রিকোণসংগমে।
অনিত্যতা নিয়ে আরো চাবিবাজ তেল ও তালা
খেলায় ধাওয়া নেয় চোখ।

খুনির মশালে আলো নিয়েছে অন্ধকারের সাধক
অপায়ে উড়ে আসে তুলাগাছ। বীজের ভেতর চিন্ময় ব্যথা উপশম
চাবুক খেলিয়ে নিয়েছে যাদুবিশ্বাস সংক্রান্ত শাস্ত্রের।

এক হন্তদন্ত, ছোটে ছোড়াগুলির আকার নিয়ে
কামানের খোঁজে। বায়ুথলী ছিল যার, সেও অঙ্কন নিয়ে
প্রজাতির উদ্ভব সন্দেহে লেখে।

আরো পথ, নিশানার দিক ভুল করে যায় রাস্তা
তীরের নরম বেগ বেগবান স্রোতে ঢলে গেলে
মানুষও নত হতে থাকে।

বিমত নিতে হবে জেনে, তোমার অসাদৃশ্যের ভেতর উজ্জ্বলতা
দূরত্ব রেখে যায় এবং চিবুকের একটু উপরে এসে থামে ট্রামের হুলিয়া।

এতক্ষণে আমিও তোমার কোমর খসিয়ে ভেঙে দিয়েছি সুপেয় ব্যারিকেড।

 
Electronic Paper