ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঝড়

মামুন মুস্তাফা
🕐 ২:৪৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯

মধ্যদুপুরে ভাগ হয়ে পড়ে আছে দাম্পত্য
একটু বাদেই গোধূলির রঙে নাচবে পৃথিবী
হঠাৎ দ্রাঘিমা রাঙানো বাতাস এসে
ভেদ করে নির্জন আয়নার অতসী কাচ।

তুমি কী আমাকে দেখতে পাচ্ছ এখন?

প্রশ্নটাকে জলের কু-লি বানিয়ে উড়িয়ে
নিল অসময়ের ঘূর্ণি হাওয়া
পশ্চিম আকাশে অস্তরবির লাল চুলোয়
জ্বলছে কিছু বিবাগী চিল

আমরা কী তবে পথিমধ্যে ভাগ হয়ে যাব?

দ্বিতীয় প্রশ্নের কোনো সুযোগ থাকে না!
মৃত্যুর আনন্দ দেখ, রাখ দীর্ঘশ্বাস,
বৈতরণী পার হয় বোশেখের পূর্ণ বিভাব।

 
Electronic Paper