ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উৎসব

অদ্বৈত মারুত
🕐 ৩:৪২ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯

এই যে ছড়ানো-ছিটানো মেঘেরা উৎসব উৎসব ভাব নিয়ে থাকে
গুড়গুড় আর গুঁতোগুঁতি করে প্রেম নিবেদন শেষে কাছাকাছি ডাকে
একসাথে হলে দুজন কেঁদে কেটে হয়ে যায় অস্থির করে বারিপাত
তুমি তেমনই; তাপে-উত্তাপে সংশয়ে খুলে দাও নয়নের বাঁধ।
জলের মোকামে শুধুই কি জল? খলবল করে ওঠে বউমাছগুলো
তার ভাঁজে ভাঁজে রোদ পুরো এক বিকালের মতো যেন তাগড়া; স্থূল।

এই বর্ষায় উষ্ণতায় অধরের করিডরে তুমি এক ফালি চাঁদ
শীতল আঁধার কেটে নির্মেদে ছড়িয়ে দিয়েছ এক ঝিঁ ঝি ধরা ফাঁদ
ধীবরীই শুধু নও; বাতাবি লেবুর মতো টসটসে রসাল শঙ্খ নদী
দুর্গম পাহাড় থেকে তুমি পড়ো আছড়ে; বুকের গভীরে; সংঘাত প্রতিরোধী।

থাক এইসব গুপ্তরহস্য; দেহের আনাচে-কানাচে আঙ্গুরলতা
লকলক করে উঠছে উঠুক বেড়ে সমুদয় প্রেম-মাদকতা
প্রগাঢ়তায় এ দিনযাপন শুধুই আমাদের; তুমি হে তিলোত্তমা
আমাকে মুগ্ধ করো বারিপাত করো সর্বকলায় তুমিই তো পারঙ্গমা।

 
Electronic Paper