ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মনিপুরী কবিতা

মূল হরিদাস খোংবান্তাবম, বাঙলায়ন মাইবম সাধন

জীবনানন্দ ডেস্ক
🕐 ১২:০০ অপরাহ্ণ, মে ১৭, ২০১৯

 

হরি নামেই সমধিক পরিচিত। জন্ম পূর্ব ইম্ফালের পাঙ্গোং মখোঙ গ্রামে। দীর্ঘদিন থেকে লেখালেখি করলেও সম্প্রতি প্রকাশ পেয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘মমহল্লবা অহিং’ (২০১৩)। বলা বাহুল্য, প্রথম কাব্যগ্রন্থেই নিজস্ব স্বকীয়তার পাশাপাশি পাঠক-বোদ্ধা মহলে ব্যাপক সমাদৃত হয়েছেন। কবিতাগুলোতে মানুষ, মনুষ্যত্ব, শ্রম-শ্রমজীবী নিয়েই তিনি দোদুল্যমান পৃথিবীকে প্রশ্ন করেছেন। মনিপুর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় স্নাতকোত্তর এ তরুণ কবি ইন্দো-বাংলা পোয়েটস মিটসহ একাধিক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বর্তমানে শিল্প-সাহিত্যের অগ্রগণ্য সংগঠন ‘সাথৌলুপ’-এর একজন সক্রিয় সদস্য। কবিতাগুলো মনিপুরী ভাষা থেকে সরাসরি অনূদিত।

 

প্রান্তরে


আচমকা এক বন্ধুর সাথে দেখা হলো পথে।

তাকে সরস জিজ্ঞেস করি-
‘কেমন আছো, ভালো তো?’

উচ্ছ্বসিত হয়ে সেও জবাব দিল-
‘হ্যাঁ, মৃত্যুর অপেক্ষায় আছি।’

তারপর-
তারপর আমরা দুজন
খিলখিলিয়ে উঠলাম, পরমুহূর্তে।


মানুষ


ফুটন্ত কোনো ফুল দেখতেই
ছিঁড়ে ফেলে ‘সুন্দর’ বলে, আর-
অরণ্যের কোনো প্রাণী লোকালয়ে আসলে
মারার জন্য হন্যে হয়ে তাড়া করে সদলবলে।

প্রশ্ন


মনুষ্যত্ব সন্ধানী চোখগুলো
শ্যোনদৃষ্টিতে তাকায় পৃথিবীতে
পরস্পর আলোচনা করে
নানান ভঙ্গিমায় জানতে চায়-
‘মানুষ কোথায় পৃথিবীতে?’


লীলা

অদূরে কোথাও
শুমাঙ লীলা হচ্ছে
জনারণ্যে পূর্ণ চারপাশ।

মঞ্চে পয়সাওলা একজন
গলা ফাটিয়ে চিল্লাচ্ছে
এক কৃষক স্বনম্রকণ্ঠে
করজোরে জানায় প্রণাম
আর শ্রমিক মুছে ঘাম।

কতই না দুরবস্থা হে কৃষক তোমার!
পৃথিবীজুড়ে মানুষের আহার জোগাচ্ছো তুমি
অথচ প্রাপ্য সম্মানটুকু পাচ্ছো না
শ্রমজীবী, তোমার ঘামে সমৃদ্ধ জনপদ
অথচ মঞ্চে নেই তোমার আসন।

অট্টহাস্যে আচমকা ফেটে পড়ে মঞ্চ
হাস্যরসাত্মক এক কৌতুকে
ক্লান্তি উবে যাওয়া কৃষক হাসে
মনের আনন্দে শ্রমিকও হাসে
ধনী-গরিব দর্শক-শ্রোতা সবাই হাসে

হাসির সে মুহূর্তে-উবে গেল সকল শ্রেণিবৈষম্য।


*শুমাঙ লীলা-মনিপুরের এক ধরনের মঞ্চ নাটক যেখানে মঞ্চটির চারপাশ খোলা রাখা হয়। অর্থাৎ, চর্তুদিকে মানুষ বা শ্রোতা-দর্শক, ঠিক মধ্যিখানে মঞ্চ বানিয়ে তার উপর পরিবেশিত হয় নাটকগুলো। মনিপুরে শুমাঙ লীলা একটি সমৃদ্ধ শিল্পমাধ্যম। প্রতিবাদের হাতিয়ারও বটে।

 
Electronic Paper