ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তোমার মৃত্যুর পরে

ম জি দ মা হ মু দ
🕐 ১:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯

তুমি মরে গেলে, আর সবাই বলল, সব ঠিকঠাক আছে
যে সব সৈন্য সকালে কুচকাওয়াজে বেরিয়েছিল, তারা
সকলেই ব্যারাকে ফিরেছে, এক মগ গরম চায়ের সঙ্গে
শুকনো রুটি চিবুচ্ছে; দেশ দখলের লড়াই যেহেতু শেষ
সেহেতু তোমার মৃত্যুতেও পতনের আশঙ্কা করছে না।

প্রতিদিনের মতো সূর্য পশ্চিমে হেলে যাচ্ছে, বইছে ঠান্ডা
বাতাস, আজ অমাবশ্যা, চাঁদ উঠবে না, প্রকৃতির নিয়ম
অন্দরে মেয়েরা কাঁদছে, পরস্পর খোঁজ-খবর নিচ্ছে, জানে
রান্নার ঝামেলা নেই, এসেছে প্রতিবেশীদের খিচুড়ি ইলিশ
তোমার শবাধারের পাশে আগরের ধোঁয়ার সাথে মৃদু গুঞ্জরন
দূরের আত্মীয়রা করছে তোমার শব-সমাধির আয়োজন।

সত্যিই কোথাও অনিয়ম নেই; সব কিছু ঠিকঠাক আছে
কার ঠিকঠাক আছে? সূর্য উঠলেই সব ঠিকঠাক থাকে!
এমন ঠিকঠাক থাকার পৃথিবীতে তুমি অনেক দিন ছিলে
কিন্তু আমার তো ঠিকঠাক নেই; এখন আমার সব বেঠিক;
কারো থাকা না থাকা, সূর্যের ওঠা না ওঠা- সব সমান
তোমার মৃন্ময় যাত্রার পথে এখন প্রত্যেকে খুঁজছে অন্তরাল।

বল, তুমি কিংবা আমি, আমাদের থাকা না হলে, ক্ষোভে
কেউ তো আমাদের জন্য করেনি আহা-উহু, তবু নিস্পৃহ
সন্তের মতো বলতে হবে, জগতের সকল প্রাণি সুখী হোক!
তুমি অভিমানে গেছ চলে, এখন কে আর মারবে আমাকে
তোমার ভালোবাসার বর্ম যখন ছিন্ন, তখন এখানে নৈরাশ্য
মৃত্যু কিংবা বেঁচে থাকার অর্থ অহেতুক সংসারীদের কর্ম।

 
Electronic Paper