ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আবার অন্যদিকে

জাহিদ সোহাগ
🕐 ১২:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

জুতো সেলাই যে করে, ঘাড় তুলে কখনো কি দেখে চাঁদ?-এমন কাউকে পেলে জিজ্ঞেস করে নিতে পারি। সে যখন তার বাকশো কাঁধে নিয়ে রাতের অজুহাতে নিরুদ্দেশ হয়; তাকে অনুসরণ করব ভাবি, শঙ্কাও জাগে, না জানি মই বেয়ে বেয়ে উঠে যায় কোনো সরাইখানায়।

আমি চিনি তো ওই সপ্তর্ষী আর সন্ধ্যা : এদের এড়িয়ে না জানি কোথায় গুলজার করে রাতের মনীষা।

 
Electronic Paper