ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একটি বিবর্ণ বৃক্ষের গল্প

রকিবুল হাসান
🕐 ১২:২৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

একটি বিবর্ণ বৃক্ষ আজ তোমার পায়ের কাছে নুয়ে পড়েছিল
কীভাবে কেমন একটা অদৃশ্য ঝড় নতুন কবিতা হয়ে এলো
তুমি তাকে কীভাবে গ্রহণ করেছো বৃক্ষটি নিজেও জানে না

যে বৃক্ষ স্বপ্ন বসতি বুকে করে একদিন ছুঁতে চেয়েছে আকাশ
সবুজ যৌবনে কোনোদিন দেখেনি দোয়েল ঠোঁটের চুম্বন
বুকপোড়া তামাদি মাটির মতো জেগে থাকে বৃষ্টি আসবে নিশ্চয়

বৃক্ষটি যে পুড়ে যায় কোনো এক রূপসীর বেশ্যাকাব্য গীতিকায়
আগুনের ঘুণে খেয়ে যায় দোল-পূর্ণিমা কাজল-কালো চোখ
দেখেনি কখনো শাদা শাড়ি লাল ব্লাউজে দেবতী ভোরের রমণী

তীব্ররোদে নিজেকে পুড়িয়ে রমণীর পদ্মপায়ে লিখেছিল
চুম্বনের অপ্রতিরোধ্য কবিতা বৈশাখী ঝড়ের মতো অবাধ্য যৌবন
সব নিভে যায় একদিন শিরোনামহীন যেন এক শামুক জীবন

বৃক্ষটি শুধুই অনর্থক জন্মকাহিনীর গল্প উপন্যাসের দুঃখদহন
শরীরী বাকল খুলে খুলে লিখে যায় বেদনার পলেস্তরা
সমুদ্র গহিন তৃষ্ণা জানেনি সে কীভাবে মায়াবী ঠোঁট ফসলের গান হয়

বিবর্ণ বৃক্ষটি ভুল অংকে নুয়ে পড়েছিল তোমার পায়ের কাছে
ভালোবাসা অথবা ঘৃণায় কতটা নিয়েছো বুকে কিছুই জানে না
শুধু তোমার দুচোখে দেখেছিল রহস্যের গীতল গহিন অন্ধকার

 
Electronic Paper