ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুরবিনে বরং হওয়া যাক বেভুল

মঈনুস সুলতান
🕐 ১২:১৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

কখনো ইচ্ছে হয়, হাইক করে উঠে যাই দিগন্তে
লোহিত পাথরে গড়া সাংগ্রে ডে খিস্ত পাহাড়ের ভেতরমহল,
বাস করি কিছুদিন ওখানকার মাউন্টেন রেঞ্জে আলাবোলা
পর্বতে ট্র্যাক করার লজিস্টিকস তো হাজারটা মন হয় দুর্বল,
ভাবি, নাইবা গেলাম ট্রেইল থাকবে তো আরও কিছুদিন খোলা
বরং পার্কের বেঞ্চে বসে আপাতত দেখি গোধূলির মেঘরঙিন আভা,
সঙ্গী একজন জুটে গেলে চাই কী খেলা যেতে পারে এক হাত দাবা।

যেতে চাই তার পর আদিবাসী নাবাহো গোত্রের পল্লীতে এক বিকালে
দেখতে পারলে বেশ হয় তাদের পূজা অর্চনার রীতি রেওয়াজ,
স্টাডিতে বসে না হয় অবলোকন করি চিত্রকলার শিরিষ তমালে
জর্জিয়া ও কিফের নিসর্গ পাথরের ল্যান্ডস্কেপে পশু করোটির সাজ।

তোমাকে দেখতে চাই সন্ধ্যায় ককটেল ড্রেসে ছড়াবে রেশমের দ্যুতি
একসঙ্গে যাব ব্লুজের কনসার্টে কিন্তু দিতে পারি না যে প্রতিশ্রুতি,
কিনে দিতে চাই স্বর্গীয় পাখির ডানায় পাপড়ি ছড়ানো ফুল
বদলায় মেজাজ তোমার কথা ভেবে হবে কী,
সাবুজিক গ্রহের ম্লান আলোয় দুরবিনে বরং হওয়া যাক বেভুল।

পরিকল্পনা করি, চলে যাব ক্যানিয়ান ডিশের পাথুরে পাড়ে
নদীতীরে আদিবাসীরা বিপুল মেহনতে করছে যবের আবাদ,
দূরত্ব অনেক, ড্রাইভ করা বেহদ জটিল, দায়িত্ব অনেক ঘাড়ে
খেটেখুটে না হয় করি সিলভিয়া প্লাথের একটি কবিতার অনুবাদ।

 
Electronic Paper