ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খনন ।। শিমুল সালাহ্উদ্দিন

জীবনানন্দ
🕐 ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ০৪, ২০১৯

দেহের অনেক তলা থেকে তুলে আনছি মধুরসা, সুরা।
মুখের ওপর চাক বেঁধে বসে আছে হূলসহ
নিযুত ভিমরুল, ঝাঁক; এভাবে নিজেকে মৌচাক বলে ভ্রম হয়,
কলম পিছলে গেলেই ঢুকে যাবে শিরাতে সূচাগ্র বিষয় এই-ই ভয়।

বালির ওপরে আলতো পায়ের ছাপ
ধুয়ে দিচ্ছে একটার পর একটা রক্তনিলাভ ধুলোঢেউঝড়।

বুকের বোতাম খোলা জেনেও কবিতা নামের মেয়ে গো
কি দোষ-কারণে অনপেক্ষ দ্বীপের ও-পাড়ে
দূরস্পর্শদূরে একাকী অনঙ্গ দাঁড়িয়ে রয়েছো তুমি...

 
Electronic Paper