ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শীতপাখি, মোরগ ও ষাঁড় ।। ফেরদৌস মাহমুদ

জীবনানন্দ
🕐 ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ০৪, ২০১৯

এবারের শীতে হাওরে ছিল ব্যাপক পাখি-উৎসব।
দক্ষিণ পাড়ায় ছিল মোরগ লড়াই।
আর আমার বাড়িতে সবজি ফুলের মায়াবী গান।

ষাঁড়ের গলায় পরিয়ে শিম ফুলের মালা দেখতে গেলাম তুর্কি মোরগের ডিগবাজি
আর পাখি-উৎসবে পরিযায়ী-নাচ। দর্শক সকল তাকাচ্ছিল আমার দিকে, যেন
দেখছিল আজব উন্মাদ। তাদের বলছিলাম, গাছে গাছে হয়েছে অধিক শিম, ঘরে
ঘরে হবে শিম-উৎসব। হাওরজুড়ে ভাসমান শীতপাখি দেয় উড়াল গোধূলি-মাঠের
টানে। হাওরে হাওরে ছড়ায় শিকারি-দল। আমি তুর্কি মোরগের যুদ্ধ দেখতে দেখতে
টের পাই পাখি শিকারিদের বাঁচালপনা। তাকাই রুস্তম দারোগার দিকে। ইশারা-ইঙ্গিতে
উড়িয়ে দিই হাওরের সব পাখি। রুস্তম দারোগা বন্দুক উঁচিয়ে করে হাঁকডাক
‘তুই কে-রে হতভাগা, নীরবে উড়িয়ে দিলি সাইবেরিয়ার পাখি’।

বলি, আমি পাখিদের রাজা। শুনি রোজ তারাদের কান্না হাওয়ায় দিতে দিতে ডিগবাজি।

রুস্তম দারোগা দেখে তুর্কি মোরগ ডাকছে দূরের সূর্যকে আর আমার ষাঁড়ের পিঠে
চড়ে সূর্য হাসছে পাখি দেখার নেশায়।  

 
Electronic Paper