ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গন্তব্য

ম জি দ মা হ মু দ
🕐 ১১:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০১৮

তুমিই যখন গন্তব্যে দাঁড়িয়ে আছ
দু’হাত বিছিয়ে নিশ্চিন্ত শায়িত
তখন অহেতুক আড়মোড়া ভাঙা
কুকুর লেলিয়ে দিচ্ছ-দাও

কয়েকটি কণ্টকের সঙ্গে একটি পুষ্পও রেখেছ
ভেবো না আমি কুকুরের সঙ্গে দৌড়াতে থাকব
আমি কেন নিতে যাব তোমার পুষ্প, কণ্টকের ঘা
সরিষার ফুলগুলো ইতস্তত জাগিয়ে রেখেছ
পারলে নিজেই গর্ভমূলে চেতনা জাগাও
শীত কিংবা বসন্ত-যেই তুমি হও
একটি ইঁদুরের পিঠে চড়েই যদি ব্রহ্মা-দর্শন
তাহলে এই চতুরতার কি মানে হয় বলো
তুমি রাস্তার ধারে গিট খুলে দেখাও পরাগ
আর সিটি মারো-আর বলো দৌড়াও দৌড়াও
আমি কি সার্কাসের বাঘ
আমার ইচ্ছে হলে এখানেই দাঁড়িয়ে থাকব
দু’কদম বাড়ালেও তো গন্তব্যে তুমিই
তোমাকে ছোঁয়ার জন্য সতিপনার করব না ভান
অহেতুক উত্তেজনায় টানটান
যখন জেনে গেছি তুমিই রয়েছ আমার অপেক্ষার মূলে
তখন অন্যত্র শোনাও তোমার মাহাত্ম্যের গান
এনে রেখ-রাস্তার ধারে দাঁড়িয়ে যে মরণ চাঁন
জানি-শীত এসে একদিন করবে তার সমাধান।

 
Electronic Paper