ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একান্ত শীত সঙ্গম

ফে র দৌ স না হা র
🕐 ১০:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০১৮

একা একা হেঁটে যাই
শীতের আলপনা আঁকছে ঘূর্ণিঝড়, দল বেঁধে নাচছে ঈশ্বর
একটু পরে ঝরাপাতার গোপন আলিঙ্গনে জাগবে অন্ধকার
ঘন বরফের রাত কেঁপে উঠবে হিম-সঙ্গমে

চলে যাই নদী চিড়ে
পলকহীন আর্তনাদে জানতেও চাই না টনটনা বাতাস কেন
গিলে ফেলছে জেব্রাক্রসিং, ঘোলাটে বাতির অভিমান কিংবা
খোদার আরস আঁকা দূরপাল্লার বিজন নাভি

শীত বাড়ছে তো তাই
আয়ুষ্মান অরুন্ধতী ধমক দেবে বলে জানালায় নেমে আসে
শুভ্র বরফ পথে হেঁটে যাওয়া বা দাঁড়ানোর ভঙ্গিমা দেখেই
যে কেউ বুঝে ফেলে- পুবের নিসর্গ ইঙ্গিত

 
Electronic Paper