চোখের জলে অতল - ইমতিয়াজ বুলবুল
অনলাইন ডেস্ক
🕐 ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ০২, ২০২৩

ইমতিয়াজ বুলবুল
চোখের জলে অতল
সমুদ্র নিজেও জানেনা
তার আছে কত জল,
নীরবে সে বয়ে চলে
সহসা শুকায়না তল।
বুক চিতিয়ে ভালবাসে
ভালবেসে বেসে হয়ে যায় নীল,
দোলা দোলা আনন্দে
প্রেম দিয়ে ভরাতে চায় দিল।
সমুদ্র তীরে মনে জাগে অহংকার
এমন করে যদি
প্রেমে হতে পারতাম উজাড়!
শুনেছি চাঁদ সমুদ্র সূর্য
কিছুই মানুষের চেয়ে বড় নয়,
সমুদ্রের মত বুক চিতিয়ে
ভালবাসতে চায় হৃদয়।
এত বুক মিশে তোমার বুকে
মাঝে মাঝে হয়ে যাও উতাল,
আর আমার বুকটা
যেন খালি চিরকাল।
কেউ যদি ভালো না বাসে
জীবনের প্রেমে না ভাসে,
তোমার বুকভরা প্রেমে
হয় যেন একটু ঠাই।
বিক্ষুব্ধ প্রেমে ঝরে চোখের জল
মানুষও যেন সমুদ্রের সাথে
হয়ে যায় অতল।
