পার হয় দিন
অনলাইন ডেস্ক
🕐 ২:০৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

ইমতিয়াজ বুলবুল
আমি বলি দোয়া করো
সে বলে পুড়ে মরো,
আমি বলি রাখ একটু পাশে
সে দেয় ছেড়ে আল্লাহর কাছে।
যার ভালবাসা নেই
তাঁর কেউ থাকে না।
আমি তবু ভালবাসি
ভালবাসতে চাই,
শিখতে চাই ভালবাসা
তার সীমানা জানিনা।
আজ অবুঝ ভালোবাসি
ভালবাসতে চাই কাল,
মনের মাঝে এই আশায়
পার হয় দিন
আরো আনন্দ প্রেমে হোক সকাল।
