ঢাকা, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ৮ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উড়ন্ত আবেগ

ইমতিয়াজ বুলবুল
🕐 ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩

উড়ন্ত আবেগ

ইমতিয়াজ বুলবুল

শুনি নাই কোনদিন
বেজেছিল ভাঙনের গান,
দেখি নাই কখনো
প্রেম ছাড়া প্রান।
আমি কিভাবে বুঝবো
ভুলে গিয়েছো আমায়,
তখন কাছে রাখলেও
মনে ভালবাস নাই।
আমিত হয়েছি রঙীন
উড়িয়ে দিয়েছো মেঘ
আমরা যেন পাশাপাশি
দেখছি উড়ন্ত আবেগ।
এখন হয় মনে
এমন না ধরে
ভালো বাসো যখন
তখন পড়ে থাকে
মাটিতে আমার মন।

 
Electronic Paper