কবিতা: এক কাপ চা
ইমতিয়াজ বুলবুল
🕐 ৬:৩৮ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

কনকনে শীতের হাওয়ায় দাড়িয়ে
কুয়াশা ঘেরা কোন সকালে বা রাতে
হোক লোকালায় তালপাতা পলিথিন টং ঘর,
তোমায় নিয়ে করব পান
এক কাপ চা
কতবার ভেবেছি, ভেবেছি কত মনের গভীরে।
আদল পোশাকে বাতাস লেগে যদি
আমায় জরায়, নিঃশ্বাস মুখের ধোঁয়া
চলে আসে মুখে, লাগে ছোঁয়া ছোঁয়া
প্রেমের কাব্য হয় যদি রচনা
হোক তবে সার্থক হৃদয় যাচে যা;
তখন কি তুমি নিবে আরো আপন করে।
আজ বাতাস মুখে দাঁড়িয়ে
কালিজিরায় নিয়ে এক কাপ রং চা
হৃদয় যেন তোমাকেই খুঁজল,
বাতাস এসে তোমার ছোঁয়া দিয়ে
দিয়ে গেছে যেন হৃদয়ে রক্ত খোঁচা।
কোটি সময়ের আবর্তে হারিয়ে যায়
এক কাপ চা পান সময়ের মুহূর্ততা
জীবনের কঠিন সময়ে মূর্ছনায়
ভালবাসার পূর্ণ রূপে ফুটে উঠে তা।
