তোমার সাথেই যাব || ইমতিয়াজ বুলবুল
অনলাইন ডেস্ক
🕐 ৬:৪৬ অপরাহ্ণ, মার্চ ০৬, ২০২৩
ভালবেসে কোথায় নিয়ে যাবে তুমি
আমি তোমার সাথেই যাব।
যদি নিয়ে যাও প্রখর রোদের সীমানায়
বুধ কিংবা বৃহস্পতির কাছে
আরো দূরে গ্রহ নক্ষত্র ছায়াপথ আকাশ নীলিমায়
আমি তোমার সাথেই যাব।
যদি নিয়ে যাও সত্যের নামে যারা অসত্য প্রতিষ্ঠা করতে চায় ধর্ম প্রচারের নামে লেবাসধারী, ধর্ম ব্যবসায়ী
যদি ওদের মুখোশ খুলে দিতে চাও
এক ঝটকায় ওদের মুখোশ খুলে দিব;
আমি তোমার সাথেই যাব।
যুদ্ধের নামে যারা জীবন কেড়ে নিচ্ছে
কেড়ে নিচ্ছে মানুষের রুটি রোজগার,
পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে নীরব দুর্ভিক্ষ
ভয়াবহ যুদ্ধের দামামা -
তুমি যদি নিয়ে যাও
সকল কামানের বারুদ উপেক্ষা করে
এক ঘুষিতে তাদের মস্তক থেতলে দিব।
আমি তোমার সাথেই যাব।।
তুমি যদি বল মহান রবের দীক্ষায়
হাশরের ময়দানে দাঁড়াব এক সাথে,
কোন বাঁধা মানবো না, হৃদয় দিয়ে দিব
তোমার দু’হাত ধরে থাকবো,
আমি তোমার সাথেই যাব।
আমি বরফ হয়ে যাব, ভাগ হয়ে যাব
আমি পুড়ে হয়ে যাব ছাই;
আমি তোমার সাথেই যাব।