ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রেহাই

ইমতিয়াজ বুলবুল
🕐 ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

রেহাই

দিনে দিনে বাড়ছে ক্ষমার্য অপরাধ
তাই যেন নীরব প্রকৃতি করছে প্রতিবাদ।
আজো শিখিনি হতে হৃদয়ে নতজানু,
দেহ বিবেক আত্মা বিচ্ছিন্ন রেখে চলি
আপন সুখের সীমায় হয় দিন পার ;
হইনি মানুষ হয়েছি সভ্য বর্বর
বয়সের সীমা করি পার কেবলি।

 

ধ্বংসপ্রাপ্ত জাতির মত
প্রযুক্তি উৎকর্ষতা আরো কঠিন নিষ্ঠুর
ঢাকে অপরাধ হৃদয় সজাগে শত;
নেই বিবেকের তাড়না প্রকৃতির শ্রদ্ধা
আত্না ছাড়া প্রাণী যেন -মোহ সদা।

সৃষ্টিকর্তা মহান একমাত্র ক্ষমার মালিক
তবু গড়ি বিষ পাহাড়, করি শরিক
করি অবজ্ঞা ভালবাসা কৃপা দান
অঅনুমোদনে হয়না এক শ্বাস প্রাণ,
পীর মুর্শিদ ছদ্মবেশে আনুগত্য
আসল ছেড়ে ভুলে হই রপ্ত।

শহর উল্টালো মানুষ হল পাথর
সূর্য গ্রহ আসমান রয়েছে আপন সীমায়
আজো হলোনা যেন বিন্দু বোধ তার
জাগে না বুক শ্রদ্ধা বিনয় মহিমায়।

নাই নাই আর কোন রেহাই
আপন মাঝে এবার নিতে হবে ঠাই।
আপনি মহান মহিয়ান অবনত মস্তকে
চাই ক্ষুদ্র প্রাণ করুন জাতির মার্জনা
আপনার কাছেই আছে শুধু রেহাই
আপনা ভেদে আর কোন স্থান নাই।

 

 
Electronic Paper