তবু ভালবেসে যায়
ইমতিয়াজ বুলবুল
🕐 ৮:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ০৫, ২০২২

জানিনা কতটুকু ভালবাসলে
ভালবাসি বলা যায়,
জানিনা কত দুঃখ জমা হলে
বলা যায় কষ্ট।
ভালবেসে যাই, ভালবাসে হৃদয়
ভালবাসার আশে দিন ফুরায়
ভালবাসতে চাওয়া প্রেমে স্পষ্ট।
রোদ বৃষ্টি গায়ে লাগে না
তীব্র দহনে হয়না বুক ছাই
জেগে থাকে পোড়া পাথর,
জোড়া লাগে ভাঙা পাঁজর।
ব্যাথার আগুনে হৃদয় পোড়াই
যত সহজ ভালোবাসা
ভাল না বাসা তারচেয়ে কঠিন,
মানুষ মানুষের মাঝে দুঃখ কুড়ায়
আপন হৃদয়ে গোপনে হয় বিলীন।
প্রেমে সুখ, বাড়ে মনের আনন্দ বিরাগ
জানিনা হৃদয়ের হয় মিলন কতটা ভালবাসায়,
জীবন জুড়ে প্রেমের প্রতিচ্ছবি
সুখ দুঃখের সরল কঠিন হয়না ভাগ
অস্তিত্ব জুড়ে তবু ভালবেসে যায়।
