আপন পর
ইমতিয়াজ বুলবুল
🕐 ৩:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২
মন চায় কিছু কথা লিখে যাই
কেউ না শুনুক নিজেকে শুধাই,
কথা শোনার কেউ নেই যার
নিজ ছাড়া আপন কে আছে তাঁর।
কিছুদিন আগেও তুমি
আমায় কতটা ভালবাসতে
নিজেই যেন বসেছ সে কথা ভুলতে।
এখন আমায় ভালবাস বাসনা,
কষ্টে ব্যাথা পাই বা পাইনা
তোমার প্রেমে কেবল রঙিন-ই হই;
তোমার ছাড়া আর কারো নই।
জীবন হয় কল্পনা বা বিমূর্ত চিত্ত
আনন্দ বেদনার মিশেলে পার হয় নিত্য,
আমি পারিনা রঙিন কল্পনায়
প্রেমের কাছে যেতে, না পারি
বিমূর্ত চিত্তে আপন মাঝে হারাতে।
ভালবাসা আছে তেমনি রবে প্রেম
সময়গুলি শুধু শেষ হয়ে যায়,
ফেরা পথে বিছিয়ে যায় পাথর
বা ঝরা কিছু ফুল;
কষ্টেরা হয় জীবনের মাশুল।
জীবনের মূর্ত খাতায়
যে পাতা রঙিন হয়
সে হয় আবার ধূসর,
সময় ও সমাজ
জীবনকে করে আপন ও পর।