মৃত্যু অবসান
ইমতিয়াজ বুলবুল
🕐 ৭:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২

ভালো সবাই সবাইকে বাসে না
সবাই ভালোবাসা পায়ও না।
পথে ঘাটে অনেক ফুল ফোটে,
যা শুধু মনের তৃষা নয়
মনের কিছু টানও কেড়ে লয়;
অনেক ফুলের ভালবাসা নাই জোটে।
কেউ দেখেনা মুখ চেয়ে তার
সহসা তাকায়না ফিরে আবার,
তবু ফুল ফোটে ছড়ায় সৌরভ
তার মাঝে ফোটেনা না পাওয়ার বৈভব।
মানুষ আমি জনসমুদ্রে ফোটা ক্ষুদ্র ফুল,
লক্ষ কোটি ফুলে কে দেখে কার মুখ চেয়ে
তবু ব্যাথাগুলো থাকে বিষাদে ছেঁয়ে;
যদি হই রং সৌরভ হীন নেই সৃষ্টির ভুল।
আমি যেমন আছি তাই
নতুন করে জন্মাবার কোন পথ নাই।
তবু যদি জীবনে পায় একটু শ্বাস
সে বাসনাতে বাড়ে জীবনের উচ্ছ্বাস।
একদিন সহসাই হারিয়ে যাব পৃথিবী থেকে
সব মৃত্যুর এক রং আমায় যাবে ঢেকে।
সব বাসনার হবে অবসান
হয়তো তবু রয়ে যাবে প্রেমের টান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
