পুরুষ-প্রকৃতি
নবীরুল ইসলাম বুলবুল
🕐 ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ০৫, ২০২২

টিকলি নাকফুল নাকের নোলক আর
বাজুবন্দ, কনক কণ্ঠহার,
কোমর-বিছা কিংবা পায়ের নূপুর, লেইচ-ফিতা;
কাজলের রেখা টেনে অঙ্কিত চোখস্থিতা,
দামী শাড়ি, চোখ ধাঁধান রঙ,
সাজগোজ, নতুন হাই-হিল, কৃত্রিম বরঙ;
প্রাকৃতিক, অপ্রাকৃতিক, কত কিসে আকর্ষণ!
কত কী যে কেড়ে নেয় সুন্দরের নামান্তরে মন!
প্রকৃতিতে আস্থা রাখে যে সে চিরকালই জয়ী,
নিসর্গের কোলে যে আশৈশব বেড়ে মৃন্ময়ী,
প্রকৃতির নিজস্ব যত্ন-লালিত সন্ততি, তাই,
প্রকৃতির রূপে তার আস্থা থাকা চাই।
পুরুষ বরাবরই অকপট প্রকৃতির রূপের পিয়াসী,
প্রকাশ্যে, আঁড়চোখে রমণীর রূপে যায় ভাসি,
পুরুষ তাকিয়ে মুগ্ধ প্রাকৃতিক নারীর দিকেই,
প্রকৃতিপ্রেমী পুরুষের আর কোনো রূপ চেনা নেই।
এ বিভাগের অন্যান্য সংবাদ
