ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঘোরলাগা যুবক

তুহিন ওয়াদুদ
🕐 ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ০২, ২০১৮

নৃত্য তার শরীর জুড়ে; ছায়ারও নৃত্য, কথারও
মুদ্রায় ঘোর লাগে যুবকের; অপলক যুবক
অভিনয়ে মোড়ানো দৃশ্যের ভেতর ঘোরলাগা যুবক।

সময়ের তরঙ্গে তরঙ্গে বেজেছিল মিলনের সুর
নরম-কোমল সবুজেরা ভোর-বিকেলের স্নিগ্ধতা নিয়ে এসেছিল
তখনো যুবক দেখেনি ভেতর; মোড়ক দেখেছে শুধু।

শান্তস্নিগ্ধ জলে নেমেছিল বালিকা; হাতে তার কাগজের ফুল
হলুদ-স্নানে ধুয়ে গেছে সব প্রতিশ্রুতি
নতুন জীবনের হাতছানি নিয়ে ফেরে বালিকা।

হালকা জলে প্রলেপ ধুয়ে যায়, চেনা যায় সহজে
প্রসাধনীর আড়াল থেকে দেখা যায় বালিকার অন্তর-আঙিনা
বিভৎসতার ইতিবৃত্ত; ঘোর কাটে যুবকের।

 

 
Electronic Paper