ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিমিষেই দূর হবে মুখের ক্লান্তি

লাইফস্টাইল ডেস্ক
🕐 ১১:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

ঠান্ডা আবহাওয়ায় মুখের ত্বক যেন সব সময়ই ক্লান্ত দেখায়। এমন রোগা-রোগা-ক্লান্ত মুখ নিয়ে থাকতে একেবারেই ভালো লাগে না। তাহলে এর থেকে মুক্তির উপায়ই বা কী!

রয়েছে তো খুব সহজ উপায়, নিমিষেই দূর হবে মুখের ক্লান্তি। যদি থাকে ফেসিয়াল মিস্ট। একবার স্প্রে করে নিন, মুহূর্তেই সতেজতা ফিরে পাবেন।

চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন পছন্দের ফেসিয়াল মিস্ট। জেনে নিন কীভাবে বানাবেন:

পাত্রে তিন কাপ পানি ফুটিয়ে আধা কাপ পুদিনাপাতা দিন। চুলা বন্ধ করে পানি ঠান্ডা করে নিন। এবার একমুঠো গোলাপের পাপড়ি যোগ করে আরও ১৫ মিনিট ফুটিয়ে নিন। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। সব শেষে ছেকে স্প্রে বোতলে ঢেলে আধা চামচ লেবুর রস ও কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে মুখ বন্ধ করে ঝাঁকিয়ে দিন।

ক্লান্ত লাগলেই একবার স্প্রে করে নিন ফেসিয়াল মিস্ট, এবার সতেজ ত্বকের ম্যাজিক দেখুন।

 

 
Electronic Paper