ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাবাকে দিতে পারেন ৯ উপহার

হালরং ডেস্ক
🕐 ২:২০ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৯

ঘড়ি
ভালো ঘড়ি সবসময়ই বাবাদের পছন্দের তালিকায় থাকে। এটি এমন একটি অনুষঙ্গ যা বাবারা বরাবরই ব্যবহার করেন। তাই এই বিশেষ দিনে অন্যতম উপহার হতে পারে ভালো একটি ঘড়ি।

ব্যাগ
প্রতিদিন অফিসে যাওয়ার জন্য বাবার ব্যাগ তো লাগেই। তবে এক্ষেত্রে বেছে নিতে পারেন এমন একটি ব্যাগ যা মোটামুটি বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে ভালো ব্যাগপ্যাক বেছে নিন বাবার জন্য। তাছাড়া বাবার যদি বিভিন্ন জায়গায় যেতে হয় কাজের তাগিদে তাহলে ব্যাগের সঙ্গে ভ্রমণের উপযোগী কিছু? অনুষঙ্গও দিতে পারেন।

কফি মগ
চা বা কফি খেতে পছন্দ করলে দিতে পারেন একটি কফি মগ। আর মগের ওপরে লেখা থাকতে পারে বাবাকে নিয়ে সব না বলা কথা।

জুতা
জুতা হতে পারে বাবা দিবসের উপহার। বাবার পছন্দের আউটফিটের সঙ্গে মানিয়ে কিনে দিতে পারেন ব্র্যান্ড বা নন-ব্র্যান্ডের জুতা।

ওয়ালেট
বাবাদের প্রয়োজনীয় একটি জিনিস হলো ওয়ালেট। এই প্রয়োজনীয় জিনিসটি দিতে পারেন উপহার হিসেবে।

বই
সবচেয়ে ভালো উপহার হলো বই। আপনার বাবা যদি বই পড়তে পছন্দ করেন তাহলে তাকে দিতে পারেন বই। প্রিয় লেখকের প্রিয় কোনো সিরিজের সবগুলো বই উপহার দিতে পারেন তাকে। উপহার দেওয়ার পাশাপাশি তাকে বলুন ভালোবাসি। ছোট এই কথাটিই হবে তার জন্য শ্রেষ্ঠ উপহার।

পাওয়ার ব্যাংক
আপনার বাবা কি মোবাইলে চার্জ দিতে ভুলে যান? চার্জের অভাবে কারণে বন্ধ হয়ে যায় মোবাইল? তবে পাওয়ার ব্যাংক হতে পারে তার জন্য পারফেক্ট উপহার। যে কোনো স্থানে যে কোনো সময় এর মাধ্যমে মোবাইল ফোন চার্জ দেওয়া যায়।

শেভিং কিট
দারুণ সুন্দর শেভিং কিট সেট বাজারে কিনতে পাওয়া যায়। এমন একটি শেভিং সেট হতে পারে বাবা দিবসের উপহার।

 

 
Electronic Paper