ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাত কাঁদে বেদনায়

ইমতিয়াজ বুলবুল
🕐 ৪:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

রাত কাঁদে বেদনায়

আজ যদি সারারাত ভরে
প্রেমের কাছে বলি-
তোমাকে একটু
বুকের মাঝে চাই-ই চাই,
সে পাওয়ার নেই উপায় ;

 
সময় বাঁধে কঠিন বেদনায়।
আজ যদি সারারাত
বুকের রক্ত ঝরে
শীতল ধারায় ভিজিয়ে তোলে
বুকের পাথর বাটি,
কিছু শূন্যতায় পূর্ণ হয় হৃদয় ;
তবু তোমাকে পাবনা।
আজ যদি রাত না পোহায়
সারারাত ভেবে কেটে যায়
যদি খন্ড বিখন্ড হয়ে যাই,
তবু ভরবে না বুক
একটু ছোঁয়া বা কোন আদরে ;
তুমি রয়ে যাবে
জুরে নয় বুকের ভিতরে।

 
Electronic Paper