ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাবির প্রশ্নফাঁস: রিমান্ড শেষে কারাগারে ৬ আসামি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- জাহিদুল ইসলাম, ইনসান আলী, মোস্তাকিম হোসেন, সাদমান সালিদ, আবু তালেব ও তানভির আহমেদ।

আদালতে দুই দিনের রিমান্ড শেষে আসামিদের হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আবদুর রউফ বাহাদুর।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। গত ১৪ অক্টোবর আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ১৩ অক্টোবর রাতে শাহবাগ থানায় মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান। মামলায় ওই ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। ওই রাতেই ছয় আসামিকে গ্রেফতার করা হয়।

 
Electronic Paper