ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফের শহিদুল আলমের জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এই মামলায় মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা এই আবেদন করেন।
আইনজীবীরা জানিয়েছেন, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল বুধবার এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর নিম্ন আদালতে শহিদুল আলমের জামিন আবেদন খারিজ হয়। এর আগে গত ৪ সেপ্টেম্বর শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রতবোধ করেন
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
গত ২৮ আগস্ট হাইকোর্টে শহিদুল আলমের জামিন বিষয়ে আবেদন করেন তার আইনজীবীরা। গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
৬ আগস্ট রাজধানীর রমনা থানায় করা মামলায় শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলায় তার বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে।

 

 
Electronic Paper