ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্যাকেটজাত তরল দুধ পরীক্ষা করতে সরকারকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:৩১ অপরাহ্ণ, মে ২১, ২০১৮

বাজারে প্যাকেটজাত তরল দুধ পানের জন্য কতটা নিরাপদ তা পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য ও খাদ্য মন্ত্রণালয় এবং বিএসটিআইকে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।
আইসিডিডিআরবি প্যাকেটজাত তরল দুধ পরীক্ষা করে প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনে বলা হয়, বাজারজাত করা তরল দুধের ৭৫ ভাগ দুধ সরাসরি পানের অযোগ্য। ফুটিয়ে পান করার পরামর্শ। এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ।

 
Electronic Paper