ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

২৯ শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০১৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মো. আবদুস সালাম, নাহিদা আকতারসহ বিভিন্ন জেলার কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ২৯ শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল আল আমিন সরকার।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ২৯ জন শিক্ষক/শিক্ষিকা দীর্ঘদিন চাকরি করলেও তারা সরকারি বেতনের অংশ (এমপিও) পাচ্ছিলেন না। এ কারণে বিভিন্ন সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মো. আবদুস সালাম, নাহিদা আকতার, মো. সাইফুল ইসলাম খন্দকার, মো. গোলাম সারোয়ার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার নিয়ামল তামান্না, সুপন্না ব্যানার্জি, ভোলার চরফ্যাশন উপজেলার মো. আবুল কালাম, ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার মো. ইমারুল ইসলামসহ ২৯ জন হাইকোর্টে একাধিক রিট আবেদন করেন। এ রিট আবেদনে রুল জারি করেন আদালত। এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় দেন আদালত।

 
Electronic Paper